মাগুরায় আগুনে পাঁচ কৃষকের ঘর পুড়ে ছাই

প্রকাশ | ২১ মার্চ ২০২১, ১৮:৪৩

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরা সদরের মহিষাডাঙ্গা গ্রামে শনিবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ কৃষক পরিবারের পাঁচটি ঘর। আগুনে ঘরের মধ্যে আসবাবপত্রসহ তিনটি ছাগল ও ২৫টি হাঁস-মুরগি মারা যায়।

ক্ষতিগ্রস্ত কাবুল মোল্যা জানান, শনিবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত ১১টার দিকে পাশের বাড়ি নইমুদ্দিনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। তাদের চিৎকারে ঘুম থেকে ওঠে দেখি নিজের ঘরেও দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় আগুন দ্রুতগতিতে প্রতিবেশী ফুল মিয়া, জাহাঙ্গীর আলম ও মিয়ান শেখের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ৩টি ছাগল ও ২৫টি হাঁস মুরগি মারা যায়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর  ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, শাড়ি কাপড়সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)