প্রিমিয়ার ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ২১ মার্চ ২০২১, ১৯:৫৬ | আপডেট: ২১ মার্চ ২০২১, ২০:০২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭.৫ শতাংশ বোনাস।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল তিন টাকা ৪৪ পয়সা।

এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে দুই টাকা ১৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল তিন টাকা ৪৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ০২ পয়সা। আর একভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ৮৬ পয়সা।

আগামী ৫ মে, বুধবার বেলা সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল, সোমবার ।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসআই)