বিদায়ে মেটেনা প্রেমের দায়

প্রকাশ | ২১ মার্চ ২০২১, ২০:২৬

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

কষ্ট  পেয়েছো? ভারি কষ্ট জমে আছে বুকের পিঁজরে?

জানি,পাথরের ভার কষ্টের ভারের কাছে নস্যি।

কষ্ট  পারদের  চেয়েও  গুরুভার।

 

তবে  তোমার ভারটা  কি মনের, নাকি দায়ের?

দায়ের  ভার বুকে চেপে বিদায় নিও না;

কারণ, বিদায়েই  দায়মুক্তি  মেলে  না।

ফুল না ফুটলে; পাখি না ডাকলেও কালের রথে চড়ে বসন্ত  আসে।

তবে  সময়মতো  সাড়া না দেবার  দায়মুক্তি ভাগ্যে জোটে না

অমন লা-পরোয়া  বেরসিক ফুল-পাখির।

ফুল তখন  কেবলি এক দঙ্গল  শুকনো জঞ্জাল

পাখি তখন  কেবলি  কতগুলো অকম্মা  আকাশচারী;

নিদেন পক্ষে  বনাঞ্চলের বাহারি  খেচর।

কষ্ট দু’রকমের:  কষ্টপাবার কষ্ট;  কষ্টদেবার কষ্ট।

কবিরা  নানান  রঙে  কষ্টের রামধনু আঁকেন

কে  জানে,  ওগুলো  কোন  পদের  কষ্টঃ

কষ্টপাবার  কষ্ট;  নাকি  কষ্টদেবার  কষ্ট!

 

কষ্টের ভার সইতে না পেরে  উষ্ণ অঞ্চল  ছেড়ে

শৈত্য মেরুতে পালাতে চাও?

চলে যেতে চাও দূরান্তে?  যাও, যেতেই  যখন চাও, চলে যাও।

তোমরা পরিযায়ী, কত সহজেই উড়ে যেতে পারো।

আমাদের কি আর তেমন  ভাগ্য!

আমরা এই মাটির  আত্মজ

বৃক্ষের মতো আমাদের শেকড় মাটির গভীরে।

তোমরা বৃক্ষের ডালে বসে গান গাইতে পারো,

খড়কুটো জড়ো করে বাসা বুনতে পারো,

মন  চাইলে  ইচ্ছের  ডানা মেলে  উড়ে  যেতে  পারো

মাটির  মায়া ছেড়ে, ভূমির বন্ধন ছিঁড়ে; অচিন  দেশে।

শরীরেযুক্ত দু’পাখায়  ভর করে  যেতে  পারো 

আমার দৃষ্টিসীমার বাইরে,  নীলগ্রহটার  সীমানা  ছাড়িয়ে।

আর  মন?  ওতো ডানাকাটা  পরী।

পাখায়  ভর না করেও  পাড়ি জমায় 

গ্রহ থেকে  গ্রহান্তে, জগত থেকে ভিন  জগতে।

 

চোখের  দৃষ্টির  সীমা আছে, মনের দৃষ্টি  সীমাহীন।

দিগন্ত  চোখের  দৃষ্টির সীমান্ত,

আর মনের দৃষ্টির দিগন্তরেখা  তুমি

তুমি যেখানে আমার দিগন্তসীমা সেখানে।

মনে রেখো, বিদায়  মানে  বিশেষ  দায়;

শরীর আড়ালে  নিলেও মন কিন্তু রয়ে যায়

মনের  অপেক্ষায়।