চতুর্থ দিনে মেলায় নতুন বই এসেছে ৮১টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২১, ২১:৫৮

প্রায় দেড় মাস দেরিতে শুরু হওয়া অমর একুশে বইমেলা আস্তে আস্তে আস্তে জমতে শুরু করেছে। রবিবার মেলার চতুর্থ দিনে নতুন বই এসেছে ৮১টি। এর মধ্যে আটটি গল্প, ১১টি উপন্যাস, দুটি ইতিহাস, ২৩টি কবিতা ও চারটি জীবনী গ্রন্থ রয়েছে।

রবিবার বইমেলা বিকাল ৩টায় শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে আলোচনায় কল্যাণী ঘোষ, বুলবুল মহলানবীশ এবং আশরাফুল আলম অংশগ্রহণ করেন।

‘আজ লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন মুম রহমান, মন্দিরা এষ এবং বিধান রিবেরু।

আগামীকাল সোমবার অমর একুশে বইমেলার পঞ্চম দিন। এদিন মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তারেক রেজা। আলোচনায় অংশগ্রহণ করবেন নাসির আহমেদ, খালেদ হোসাইন এবং মিনার মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি অসীম সাহা।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :