সূচ‌কের পত‌নে চল‌ছে লেন‌দেন

প্রকাশ | ২২ মার্চ ২০২১, ১১:০৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সূচকের পত‌নের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরুর পর থেকে প্রথম  আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১১১ কোটি টাকা। এই সময়ে ক‌মেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট ক‌মে অবস্থান করছে পাঁচ হাজার ৩৩৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার প‌য়েন্ট ক‌মে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক সাত পয়েন্ট ক‌মে অবস্থান করছে দুই হাজার ২৬ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ১১১ কোটিয় ৮৩ লাখ ১৫ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৫টির। কমেছে ১৩০টির। অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পত‌নে ক‌মেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৬২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টির। কমছে ৩৫টির। আর দর অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে চার কোটি ছয় লাখ ১৬ লাখ ১২ হাজার ২০২ টাকা।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসআই/কেআর)