আজীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব ছিলেন আতিকউল্লাহ: হানিফ

প্রকাশ | ২২ মার্চ ২০২১, ১১:১৭ | আপডেট: ২২ মার্চ ২০২১, ১১:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার এক শোকবার্তায় হানিফ বলেন, আতিক উল্লাহ খান মাসুদ সারাজীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেছেন। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তার কর্মোদ্যম অনন্য। তার এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ এক মেধাবী সন্তানকে হারালো।

শোকবার্তায় হানিফ আরও বলেন, তার (আতিক উল্লাহ খান মাসুদ) মালিকানায় ও সম্পাদনায় ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়।  এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিলে।

মাহবুবুউল আলম হানিফ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

(ঢাকাটাইমস/২২মার্চ/কেআর)