কবিতা

স্বাধীনতার স্বপ্ন

প্রকাশ | ২২ মার্চ ২০২১, ১৪:০০

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

সকলেরই নানা রঙের স্বপ্ন থাকে মনে

 

বস্তবে যদিও স্বপ্নের নিতান্ত আকাল,

 

স্বপ্নের বীজ বুনে ফলের আশায় থাকে

 

হতাশায় যতো হোক নৈরাশ্যে নাকাল।

 

 

 

যৌবন গত হোক, বীরত্ব না-ই থাক

 

ভেঙে যাক তীর-ধনুক, তরোয়াল-ঢাল,

 

তবু সে আশায় থাকে,নিয়তির বরদানে

 

তার হাতে চাবি তুলে দেবে মহাকাল।

 

 

 

দেহ থেকে উবে গেছে উত্তাপ ও অস্থি

 

তবুও বাহারে সাজায় স্বপ্নের কঙ্কাল।

 

তেরো নদী পাড়ি দিতে শেষ দমতক

 

স্বপ্নের নায়ে তোলে সাতরঙা পাল।

 

 

 

আমিও করেছি তেমন স্বপ্ন লালন,

 

একদিন ফিরবে তুমি আমার ভিটায়;

 

সাধ্য সাধনে করে শরীর পাতন,

 

রক্ত ঢেলেছি তাজা ফোঁটায় ফোঁটায়।

 

 

 

তোমার চরণে দিয়ে প্রাণের আহুতি

 

আমার স্বপ্ন শেষে  করেছি পূরণ,

 

হৃদয়ে  রেখেছি  লাখো  শহীদের  স্মৃতি

 

লাল ও  সবুজে গড়ে  বিজয় তোরণ।