সূচকের বড় উত্থানে শেষ হলো লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২১, ১৪:৫৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থান দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনর পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ১৭ লাখ পাঁচ হাজার টাকা। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের।

সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ৪০৪ টাকা। যা আগের দিনের তুলনায় সাত কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির। দর কমেছে ৫৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪১২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৬৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৯৭ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৪৬৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০০ পয়েন্টে। সিএসআই ১০ পায়েন্ট বেড়ে অবস্থান করছে নয়শত ৯৯ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :