ব্লকে সর্বোচ্চ লেনদেন ইউনিলিভারের

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২১, ১৫:৪৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির ৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি ৩৮ লাখ ৭০ হাজার ৩৬০টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৬৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইউনিলিভার কন্জুমার কেয়ার লিমিটেড। এদিন কোম্পানিটি ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ২৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি পাঁচ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকার লেনদেন করে।

এছাড়াও আর্গন ডেনিমস লিমিটেড পাঁচ লাখ টাকার, বিবিএস ক্যাবলস লিমিটেড ১০ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেড ৮১ লাখ ৬০ হাজার টাকার, ব্রাক ব্যাংক লিমিটেড ৪১ লাখ ২০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২৮ লাখ টাকার, সিটি ব্যাংক লিমিটেড ১১ লাখ ৯৫ হাজার টাকার, সিভিও পেট্রোলিয়াম লিমিটেড পাঁচ লাখ টাকার, ডিবিএইচ লিমিটেড পাঁচ লাখ টাকার, এমারেলড ওয়েল লিমিটেড ৫৫ লাখ ৪৫ হাজার টাকার, জিবিবি পাওয়ার লিমিটেড দুই কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার, জেনারেশন নেক্সট লিমিটেড ৬৪ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণ ফোন লিমিটেড চার কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার, কহিনূর কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫৭ লাখ ৮৮ হাজার টাকার, ন্যাশনাল পলিমার লিমিটেড পাঁচ লাখ টাকা, ন্যাশনাল টিউবস লিমিটেড ৩৬ লাখ আট হাজার টাকা, ওয়ান ব্যাংক লিমিটেড ৩৩ লাখ ২৬ হাজার টাকার, প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি ৬২ লাখ ৭৯ হাজার টাকার, রানার অটোস লিমিটেড ১০ লাখ ৩২ হাজার টাকার, সী পার্ল লিমিটেড ১৪ লাখ ৫১ হাজার টাকার সামিট পাওয়ার লিমিটেড আট লাখ ৭০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ১৬ লাখ ৫০ হাজার টাকার এবং ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেন।

ঢাকাটাইমস/২২মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :