জাদুকাটার ভারতীয় অংশে বাংলাদেশির ভাসমান লাশ

প্রকাশ | ২২ মার্চ ২০২১, ১৮:১০

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর ভারতীয় অংশে বাংলাদেশি এক যুবকের ভাসমান লাশ মিলেছে। নিহতের নাম ছাইদুর রহমান (২৪)। স্থানীয়রা বলছেন, কয়লা কুড়াতে গিয়ে বিএসএফের ধাওয়ায় নদীতে ঝাঁপিয়ে তার মৃত্যু হয়।

 

সোমবার দুপুরে ১২০৩ পিলারের বারেকটিলা সংলগ্ন জাদুকাটা নদীর ভারতীয় অংশে লাশটি পাওয়া যায়।

 

মৃত ছাইদুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বারেকটিলার লাকড়ী ব্যবসায়ী হাবিবুর রহমান ছেলে।

 

লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার রাজ্জাক এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি জানান, বেলা সোয়া ১১টার দিকে দিকে জানতে পারি যে, জাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। সে কিভাবে মারা গেছে, আর কখন ভারতে গিয়েছিল- এই বিষয়ে আমাদের জানা নেই। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এখনো কিছু জানায়নি আমাদের।

তবে স্থানীয়রা বলছেন, উপজেলার জাদুকাটা নদীর সংলগ্ন ১২০৩ পিলার দিয়ে ভোরে মৃত ছাইদুলসহ অনেকেই কয়লা সংগ্রহ করতে ভারতে অবৈধভাবে প্রবেশ করলে ভারতীয় ১১বিএসএফ গোমাঘাট ক্যাম্পে টহল দল ধাওয়া দেয়। এক পর্যাযে নদীতে ঝাঁপ দেন সবাই। সাঁতার কেটে সবাই বাংলাদেশে আসতে পারলেও ছাইদুর ডুবে মারা যান।

মৃত ছাইদুর ইপিলিপসি রোগে (মৃগি রোগ) আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তার মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ময়নাতদন্ত করে লাশ হস্তান্তর করতে পারে বলে স্থানীয় এলাকাবাসী জানান।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)