ভোলায় ইলিশ শিকারের দায়ে ২৮ জেলে আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৪:৪২ | প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৪:০৩

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশ শিকারের দায়ে ২৮ জনকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পাঁচ কেজি পোয়া মাছ ও পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান এ জরিমানা করেন।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রতিক দে জানান, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার ধনিয়া ও ইলিশা এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ। এসময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মাছ ধরা অবস্থায় ২৮ জেলেকে আটক করা হয় এবং আটক জেলেদের কাছ থেকে পাঁচ কেজি পোয়া মাছ ও পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/২৩মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :