কেশবপুরে কাঁচা ধান কেটে প্রতিপক্ষ কৃষকের ক্ষতি

কেশবপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৬:৫৯

কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে রবিউল ইসলাম নামে এক কৃষকের ক্ষেতের ইরি ধানের ফসল কেটে ও মাছের ঘেরে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতিসহ হুমকি দেয়ার অভিযোগ উঠছে। এ ঘটনায় ভুক্তভোগী রবিউল মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আওয়ালগাতী গ্রামের মোকাম আলী মোড়লের ছেলে কৃষক রবিউল ইসলামের সঙ্গে একই গ্রামের শাহাদাৎ আলী মোড়লের ছেলে জব্বার মোড়লের জমিজমাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে আওয়ালগাতী মৌজায় খালের ধারে মাছের ঘেরের ভেতরে কৃষক রবিউল ইসলামের চার শতক জমির কাঁচা ইরি ধান কেটে ও পা দিয়ে মাড়িয়ে দেন জব্বার আলী। এ দৃশ্য দেখে তাকে বাধা দিতে গেলে মারপিট ও খুন জখম করার হুমকি দিয়ে তিনি চলে যান।

এই অভিযোগের তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বসু বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টির তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :