লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি

প্রকাশ | ২৩ মার্চ ২০২১, ১৭:১৯

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে উত্তর হামছাদী এলাকায় ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত প্রধান আসামি শিক্ষক সাদ্দাম হোসেনকে ১২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

সকালে আলীপুর এলাকায় মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ  করে মাদ্রাসার সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন, পালেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম টিপু, তাজুল ইসলাম, ভিলেজ কেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আতিকুর রহমান তাজু, সভাপতি আল আমিন, সাবেক সভাপতি কাউছার, উজ্জল চৌধুরী, ইসমাইল হোসেন ও ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, ১১ মার্চ মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করছে ভুক্তভোগী শিশু শিক্ষার্থী। এ সময় একা পেয়ে শিক্ষক সাদ্দাম হোসেন শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ উঠে। পরে শিশুকে উদ্ধার করে তার পরিবার বিষয়টি স্থানীয়দের জানায়। এক পর্যায়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেনসহ কয়েকজন মিলে ঘটনাটিকে মোটা অংকের অর্থের বিনিময়ে ধামা-চাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।

এছাড়া শিশুর পরিবারকে মামলা না করার জন্য চাপ দেয়া হয়। পরে ২০ মার্চ ওই শিশুর বাবা বাদী হয়ে শিক্ষকসহ নয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এখন পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল বাতেন, জাহিদুল আলম ও ছাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/২৩মার্চ/কেএম)