শবে বরাতের ছুটি ৩০ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৮:১৫
ফাইল ছবি

পবিত্র শবে বরাতের ছুটি ২৯ মার্চ নির্ধারিত থাকলেও তা একদিন পিছিয়ে ৩০ মার্চ পুনঃনির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সুপারিশক্রমে শবে বরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ নির্ধারণ করা হলো।

২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরদিন সরকারি ছুটি থাকে। তবে এবার রজব মাস ৩০ দিনে শেষ হওয়ায় ছুটি পুনর্নির্ধারণ করা হলো।

পবিত্র রমজানের আগের মাস শাবান। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি উপমহাদেশে ‘শবে বরাত’ বা ভাগ্য রজনী হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। কোরআন-হাদিসে এই রাতের বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ আছে। এজন্য রাতটি মুসলিমরা ইবাদত-বন্দেগিতে কাটান। পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :