লক্ষ্মীপুরে মেঘনায় অস্ত্রসহ ১৫ ‘জলদস্যু’ আটক

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৮:৩২

মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর হিজলা ও সাবের চর এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড বলছে, আটকরা জলদস্যু।

আকটরা হলেন- আহাম্মদ আলী, বাগন আলী, ইব্রাহিম খলিল, বাবুল মিয়া, নাগর মিয়া, কাওসার, সবুজ ইসলাম, জাহেদ হোসেন, সাহেব আলী, ফিরোজ আলম, আহাম্মদ উল্যাহ্, রাজিব হোসেন, শাহিন আলম, ইব্রাহিম হোসেন ও ইউনুছ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ডের বিসিজিএস শ্যামল বাংলা জাহাজের অধিনায়ক লে: কমান্ডার আখিজুল হক জানান, তার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন লে: ইফতেখারুল আলম।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে নিরীহ নৌ পথে চলাচলরত বিভিন্ন ধরনের জাহাজে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপণ আদায় ও মুক্তিপণের টাকা না পেলে হত্যাসহ নদীতে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটক এক একজন কয়েকটি হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি নৌ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :