সূচ‌কের পত‌নে চল‌ছে লেন‌দেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২১, ১০:৩৬

সূচকের পতনের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন শুরুর পর থেকে প্রথম আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি টাকা। এই সময়ে ক‌মেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট ক‌মে অবস্থান করছে পাঁচ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক আট প‌য়েন্ট ক‌মে অবস্থান করছে এক হাজার ২২৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট ক‌মে অবস্থান করছে দুই হাজার ৪২ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৮৩ কোটিয় দুই লাখ ৩৭ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭টির। কমেছে ১৫৮টির। অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পত‌নে ক‌মেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। চতুর্থ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৬১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১টির। কমছে ৪২টির। আর দর অপরিবর্তিত আছে আটটি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে চার কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ২৪২ টাকা।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :