চাকরি স্থায়ীর দাবি: বিএসএমএমইউ ভিসির কক্ষের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৩:৩৭ | প্রকাশিত : ২৪ মার্চ ২০২১, ১২:৫৮

চাকরি স্থায়ীকরণের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের রুমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির শতাধিক কর্মচারী। বুধবার সকাল থেকে প্রশাসনিক ব্লকের সামনে অবস্থান নেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান। কর্মচারীদের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে তাদের নিয়মিতকরণ করা হবে। কিন্তু পদ অনেক কম হওয়ায় নীতিমালা অনুসরণ করে যারা সিনিয়র এবং বিভিন্ন মানদণ্ড পূর্ণ করেছে তাদের আগে নিয়োগ দেয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরও নিয়মিতকরণ করা হবে।

ডা. আব্দুল হান্নান আরও বলেন, কর্মচারীদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত অফিস করেন না। এদের নিয়োগ দেওয়া হবে না। নিয়মিতকরণের ক্ষেত্রে তাদের পারফরমেন্সসহ বিভিন্ন বিষয় লক্ষ্য রাখা হচ্ছে। এ বিষয়গুলো নিয়ম মেনে সম্পন্ন হলেই তাদের নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, আন্দোলনে অংশ নেয়া চতুর্থ শ্রেণির এই কর্মচারীরা অনেকদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছে। তবে সদ্য বিদায়ী বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদকালে তাদের চাকরি নিয়মিতকরণের আশ্বাস দেওয়া হয়েছিল। দীর্ঘ তিন বছর পার হলেও সেই আশ্বাসের কোনো বাস্তব রূপ দেখা যায়নি। ভিসির অবসরে যাওয়ার ঠিক একদিন পরই আন্দোলনে নামেন কর্মচারীরা।

ঢাকাটাইমস/২৪মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :