পুঁজিবাজারে সূচকের বড় পতন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২১, ১৪:৫৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। তবে উভয় পুঁজিবাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ছয় লাখ ৭৪ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৭ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ২০২ টাকা। যা আগের দিনের তুলনায় ১৫৪ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৮টি কোম্পানির। দর কমেছে ১৪৮টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩৩০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৪ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৪৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৩১৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮৭৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৯ পয়েন্টে। সিএসআই ১২ পায়েন্ট কমে অবস্থান করছে ৯৯০ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

বাপেক্স ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে চুক্তি

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :