বাসচালকের বেশে মাদকের কারবার!

প্রকাশ | ২৪ মার্চ ২০২১, ১৮:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মিরপুরের দারুসালাম থানা এলাকা থেকে ৪২০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বাসচালকের ছদ্মবেশে থাকা এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

বুধবার দুপুরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের দারুসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রামীণ ট্রাভেলস কোম্পানির এসি বাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় বাসটির চালক মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক কারবারি র‌্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে পরিবহন চালকের আড়ালে দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানীতে মাদক এনে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করেন। বাসে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকায় মাদক পরিবহনের কাজটি দীর্ঘদিন করে আসছিলেন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এআর/জেবি)