‘মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে পুলিশ’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২১, ২১:৩৭

‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে পুলিশ। জাতির পিতার সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে।’ বললেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে এবং এর কর্ম-পরিধি গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেয়া হয়েছে।

এ সময় ডিআইজি মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মাস থেকে জেলাজুড়ে মাদক অভিযান পরিচালিত হবে। কোন পুলিশ যদি মাদক সেবন ও তার সাথে সম্পর্ক থাকে- তাহলে ওই পুলিশ সদস্যের চাকরি করার দরকার নাই।

জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান প্রমুখ।

সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :