চিতলমারীতে ভোটের আগেই নৌকার চার ইউপি চেয়ারম্যান

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২১, ১৭:৩২

বাগেরহাটের চিতলমারীতে একক প্রার্থী থাকায় ভোটের আগেই নৌকা প্রতীকের চারজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি তিন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় এ উপজেলায় আগামী ১১ এপ্রিল ভোট হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মজিদ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৮ মার্চ বিকাল পর্যন্ত এখানের সাত ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার সাত প্রার্থীসহ মোট ১৭ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ অনেকেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সেখানে ৩, ৪, ৬ ও ৭ নম্বর ইউনিয়নে নৌকার একক প্রার্থী থাকায় তাদেরকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

নির্বাচিতরা হলেন ৩ নম্বর হিজলা ইউনিয়নে কাজী আবু সাহিন, ৪ নম্বর শিবপুর ইউনিয়নে অলিউজ্জামান জুয়েল, ৬ নম্বর চরবানিয়ারী ইউনিয়নে অর্চণা দেবী বড়াল ঝর্ণা ও ৭ নম্বর সন্তোষপুর ইউনিয়নে বিউটি আক্তার।

অন্যদিকে ১, ২ ও ৫ নম্বর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনী তফসিল মোতাবেক আগামী ১১ এপ্রিল ভোট হবে।

এ উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ১০ হাজার ৮১৬ জন। এদের মধ্যে ৫৬ হাজার ৯৪৮ পুরুষ ও ৫৩ হাজার ৮৬৮ জন নারী ভোটার রয়েছে। সাধারণ ওয়ার্ড রয়েছে ৬৩। সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২১, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৪, ভোট কক্ষের সংখ্যা ৩২২।

(ঢাকাটাইমস/২৫মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :