এএএমসি কলেজ প্রতিষ্ঠার ২৬ বছর

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০২১, ২০:৪১ | প্রকাশিত : ২৫ মার্চ ২০২১, ১৯:৪৯

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে ১৯৯৫ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠিত হয় অধ্যাপক আবদুল মজিদ কলেজ। ওই এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নিজ নামে অধ্যাপক আবদুল মজিদ স্যার কলেজটি প্রতিষ্ঠা করেন। পরে তিনি নিজে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ থেকে ২০১৯ পর্যন্ত সর্বমোট ২৩ টি ব্যাচে মোট পরীক্ষার্থী ছিল ১৫২৬২ জন এবং উত্তীর্ণ হয়েছে বিভিন্ন শ্রেণিতে ১১৩৬৫ জন, পাসের হার শতকরা ৭৫.৪৫। এই সফলতার পিছনে রয়েছে অধ্যক্ষ আবদুল মজিদ, বতর্মান অধ্যক্ষ ফেরদৌস চৌধুরীসহ কলেজের সকল শিক্ষকের সঠিক, সহজ পাঠদান পদ্ধতি। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দার্য়িত্বে রয়েছেন এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা। বর্তমানে ৫ জন যুগ্ম- জেলা জজসহ ১৩ জন সরকারি জজ, বিসিএস, প্রশাসন, শিক্ষা, পুলিশ, ব্যাংক, তথ্য, প্রতিরক্ষা,কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য ক্যাডারে ৩২৫ জন কর্মরত আছেন। তাছাড়া দেশের স্বনামধন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন হাজারো প্রাক্তন শিক্ষার্থী।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘আগের মতো অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী বতর্মানে অধ্যয়নরত আছেন এবং ভাল ফলাফল করবে।’

তবে কলেজটির শিক্ষারমান উন্নয়নের জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য পপি গাইড ইংরেজি ও বাংলা বইটির লেখক এই কলেজের শিক্ষকরাই।

(ঢাকাটাইমস/২৫মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :