বাউফলে নৌকার সমর্থকদের উপর হামলায় প্রার্থীসহ আহত ১০

প্রকাশ | ২৬ মার্চ ২০২১, ১৮:০৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার ধুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে নৌকা প্রতীকের প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে প্রার্থী হুমায়ুন কবীর, মিন্টু দেওয়ান, হারুন দেওয়ান ও মনির হোসেন ভুট্রোর অবস্থা গুরুতর। তাদেরকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ধুলিয়া এনকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবীর গণসংযোগ করছিলেন। একই সময় বিএনপি নেতা জব্বার হোসেনের ভাই স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম চশমা প্রতীকের একটি মোটরসাইকেলের শোডাউন নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে নৌকা প্রতীকের গণসংযোগে অতর্কিত হামলা করে নজরুলের কর্মী-সমর্থকরা। হামলায় নৌকা প্রতীকের প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন চশমা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে বৃহস্পতিবার রাতেই আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/কেএম)