বীর মুক্তিযোদ্ধাদেরকে মুক্তি খেলাঘর আসরের সম্মাননা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২১, ২০:০৫

মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন মুক্তি খেলাঘর আসর। সুবর্ণজয়ন্তীর কয়েকদিন আগেই শুরু হয় অনুর্ধ-১৫ ক্রিকেট টুর্ণামেন্ট এবং রচনা প্রতিযোগিতা।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড ডোনার ডাটাবেইস তৈরি করা হয়। বিকালে মুক্তি খেলাঘর আসরের প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- মুক্তি খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠনটির ‘মুক্তি’ নামকরণকারী বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুনিরুজ্জামান (সোহাগ), বীর মুক্তিযোদ্ধা কামরুল হক ইউসুফী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (বাবুল আজাদ) এবং বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি খেলাঘর আসরের সহসভাপতি ও ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন।

রচনা প্রতিযোগিতা ও অনুর্ধ-১৫ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

(ঢাকাটাইমস/২৬মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :