হরিণ শিকারের দায়ে মোটরসাইকেল চালকের জেল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২১, ২০:২৫

ভোলার মনপুরা উপজেলায় হরিণ শিকারের দায়ে মনির হোসেন নামে এক শিকারিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মনির উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পাতালিয়ার চর সংরক্ষিত বন থেকে তাকে আটক করে বন কর্মীরা।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. শামীম মিঞা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। শুক্রবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।

মনপুরা উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র রায় বলেন, গোপন সংবাদে রাতে বনকর্মীরা মনপুরার পাতালিয়ার চর সংরক্ষিত বন থেকে এক কেজি হরিণের মাংসসহ মো. মনির হোসেনকে আটক করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :