হামলায় ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন থামল ভৈরবে, আহত ১০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২১, ১৮:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার হরতালকারীদের হামলার শিকার হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সোনার বাংলা। ট্রেনটি সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আউটার সিগন্যালের কাছে হরতালকারীদের কবলে পড়ে। এ সময় হরতালকারীরা ইটপাটকেল ছুঁড়লে ট্রেনের ইঞ্জিনসহ ১৪টি বগীর ১৩২টি গ্লাস ভেঙে যায়।

হরতালকারীদের ইটপাটকেলে ট্রেনে থাকা ৩৫০ জন যাত্রী আতঙ্কগ্রস্ত হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এসময় ট্রেনের আটজন যাত্রী আহত হন। অবস্থা বেগতিক দেখে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটিকে ঘটনাস্থল থেকে ভৈরব স্টেশনে নিয়ে আসেন।

অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনে ইটপাটকেল ছুঁড়লে ট্রেনটির চালক আনোয়ার হোসেন ও সহকারী ট্রেন চালক সবুজ হাসান আহত হন। রবিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনগুলো ভৈরব স্টেশনে আটক পড়ে আছে।

ট্রেনের চালক আনোয়ার হোসেন জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া আউটার সিগন্যালের কাছে পৌঁছা মাত্রই হরতালকারীরা ট্রেনে হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক ট্রেনটিকে ভৈরবে নিয়ে আসি।

সোনার বাংলা ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছলে হরতালকারীরা বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়তে থাকে। তখন আমরা আত্মরক্ষার্থে ট্রেনে মেঝেতে শুয়ে পড়ি। এসময় বেশ কয়েকজন আহত হন।

সোনার বাংলা ট্রেনের স্টোয়ার্ড ম্যানেজার সানজিদ ইসলাম জানান, ট্রেনে হামলা চালিয়ে ১৪টি বগীর ১৩২টি জানালার গ্লাস ভেঙে ফেলে। এছাড়াও তারা ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ জানান, বর্তমানে ভৈরব স্টেশনের অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে তেলবাহী ও আন্তঃনগর সোনারবাংলা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছার সময় হরতালকারীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রেন দুটিকে চালক ভৈরব স্টেশনে ফিরিয়ে নিয়ে আসেন।

ভৈরব স্টেশন মাস্টার নূর নবী জানান, ঢাকা, চট্রগ্রাম, সিলেট রুটের বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। তবে ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :