নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশ | ২৮ মার্চ ২০২১, ২১:৪৩

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইল সদরের ঘোড়াখালী এলাকা থেকে ৬০০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদে শনিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকার নেতৃত্বে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এরা হলো- নড়াইলের লোহাগড়া উপজেলার চরকোটাকোল গ্রামের মোহাম্মদ লিটন (৩৮) ও নয়ন খান (২৩)।

এ সময় তাদের দেহ তল্লাশি করে কালো রঙের টিপ দিয়ে মোড়ানো ১২টি প্যাকেট থেকে ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)