মুন্সীগঞ্জে সালিশে তিন খুন: ছয় আসামি রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:৫৯ | প্রকাশিত : ২৮ মার্চ ২০২১, ২২:২২

মুন্সীগঞ্জে ইভিটিজিংয়ের সালিশে সংঘর্ষে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচজনকে পাঁচদিনের ও একজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কাজি কামরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচ দিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন- হোসেন (৫২),জাহাঙ্গীর হোসেন (৫০), রনি (৩২), ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২২)। আর তিন দিনের রিমান্ডপ্রাপ্ত হলেন- নাসরিন বেগম (৪০)।

এ ব্যাপারে কোর্ট পুলিশের ইনচার্জ জামালউদ্দিন জানান, তিনজনকে হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ ২৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। ওই মামলায় রবিবার শুনানি শেষে আদালত গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচ আসামিকে পাঁচ দিন করে এবং অপর এক মহিলা আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরে গত বুধবার (২৪মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ইভটিজিং বিষয়ে সালিশে ইমন ও সৌরভ নামে দুটি গ্রুপের সংঘর্ষ হয়। এতে সৌরভ গ্রুপের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেওয়ার পথে সাকিব হোসেন (১৯) নামে তরুণের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন বৃহস্পতিবার (২৫ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেন মিন্টু (৪৭) নামে আরেকজনের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :