তিন দিনেও নামেনি বিদ্যালয়ের জাতীয় পতাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২১, ২২:২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে (২৬ মার্চে) জাতীয় পতাকা উত্তোলনের পরে তিন দিন পেরুতে গেলেও নামানো হয়নি জাতীয় পতাকা। টানা তিন দিন এভাবে পতাকা উত্তোলন করে রাখাকে জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা ও অসম্মান উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বের অবহেলা উল্লেখ করে তাকেই দুষছেন সবাই। সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অন্যান্য শিক্ষকদেরও এ দায়য় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করছেন অনেকে।

কিন্তু প্রধান শিক্ষক এতবড় ভুল ও দায়িত্বের অবহেলা কিভাবে করতে পারেন এমন প্রশ্ন সবার মনে থাকলেও উত্তর নেই কারো কাছেই।

রবিবার (২৮ মার্চ) বিকালে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় বন্ধ থাকলেও জাতীয় পতাকা উত্তোলন করা আছে। স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, আজ টানা তিন দিন হলো দিন-রাত পতাকা এভাবেই আছে। তাদের মনে বিষয়টি খারাপ লাগলেও তারা এর সঠিক নিয়ম সম্পর্কে না জানায় কিছু বলেননি।

শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ কৌশলে দায় এড়িয়ে যাবার জন্য বলেন, বিষয়টি আমার ভুল হলেও আমি উল্লাপাড়া চলে যাওয়ায় একজন সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি পতাকা না নামিয়েই চলে গেছেন। তবে প্রধান শিক্ষক হিসেবে দায়ভারটা তার বলেও স্বীকার করেন তিনি।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, এমনটা মোটেও কাম্য নয়, এরকম হয়ে থাকলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। আমি ব্যবস্থা নিচ্ছি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, এটা অবশ্যই জাতীয় পতাকার প্রতি অবমাননা ও অসম্মান। এটা জাতীয় পতাকার বিধি লঙ্ঘনও। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নিতে বলব।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :