আতশবাজির আগুনে পুড়ল ৪ ঘর

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২১, ০৮:৩৯

শবেবরাতের রাতে সিলেটে আতশবাজির আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে নগরের দক্ষিণ সুরমায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ (রহ.) মাজার রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আলমপুর অফিস সূত্রে জানা গেছে, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসার চারটি টিনসেড ঘরে দুই পরিবার ভাড়ায় বসবাস করতেন।

শবেবরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে ওই বাসায় আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগেই ওই বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :