কালকিনি পৌরসভার ভোটগ্রহণ বুধবার, উদ্বেগ-উৎকণ্ঠায় জনসাধারণ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৫:৩৯ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২১, ১৫:২৫

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামি বুধবার। তবে এবারের নির্বাচন নিয়েও রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। ভোটার ও প্রার্থীরা চাইছেন, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা।

এক্ষেত্রে শুধু নির্বাচনের তারিখ পরিবর্তন করেই নয়, নির্বাচন কমিশনকে মাঠ পর্যায় ঠিক রাখতে কঠোর হওয়ার দাবি উঠেছে।

জানা গেছে, মাদারীপুরে চারটি পৌরসভার মধ্যে কালকিনি পৌরসভার আয়তন সবচেয়ে বেশি। গেল ১৪ ফেব্রুয়ারি ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। দফায় দফায় সংর্ঘষ ও পুলিশ কর্তৃক স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজকে তুলে নেয়ার ঘটনাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে স্থগিত হওয়া নির্বাচন ৩১ মার্চ পুনঃনির্ধারণ করা হয়েছে।

এদিকে, নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী থাকলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি দলীয় প্রার্থী ইতোমধ্যেই প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বাকি প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল গত কয়েকদিন। দিন-রাত একাকার ছিল প্রার্থীদের প্রচারণা। তবে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চায় ভোটাররা।

এ বিষয়ে ভুরঘাটা এলাকার ভোটার হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা এবারও আতঙ্কিত ভোট সঠিকভাবে দিতে পারবো কিনা। যেভাবে প্রার্থীর সমর্থকরা উৎশৃঙ্খলতা দেখাচ্ছে। তাতে সঠিকভাবে ভোট দেয়া নিয়ে সংশয় দেখা দিচ্ছে। আমরা চাই, ভোটের দিনে স্বচ্ছভাবে ভোট দিতে।’

স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজ বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন গত মঙ্গলবার রাতেও আমার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে। আমি শঙ্কিত ভোটাররা ঠিক মতো ভোট দিতে পারবে কিনা। প্রশাসন যদি ঠিক মতো ভোটের পরিবেশ বজায় রাখতে পারে, তাহলে আমার জয় সুনিশ্চিত।’

আর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে আওয়ামী লীগের প্রার্থী এসএম হানিফ নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, ‘নৌকা প্রধানমন্ত্রীর প্রতীক, সে আমাকে দিয়েছে উন্নয়নের জন্যে। আর নৌকা জয়ী হলে প্রধানমন্ত্রীর জয় হবে। সে কারণে এই অঞ্চলের লোকজন নৌকায় ভোট দেবেন। আমরা কারো বাড়িতে বোমা বা কোনো ধরণের অসামাজিক কাজ করি নাই, করবও না।’

অন্যদিকে, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ বলে জানালেন কালকিনির নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দিন।

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছি। আশা রাখি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০০ জন ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩০০ জন। এই পৌরসভার নির্বাচন হবে ইভিএমের মাধ্যমে। মেয়র পদে পাঁচজনসহ সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী ভোটযুদ্ধে মাঠে থাকবেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :