মহানবীকে (স.) কটূক্তিকারী চুয়েটছাত্র রিমান্ডে

প্রকাশ | ৩০ মার্চ ২০২১, ১৫:৫২ | আপডেট: ৩০ মার্চ ২০২১, ১৬:০৪

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) উদ্দেশ্য করে নোংরা ও অশালীন মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে (২৪) দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

সোমবার দুপুরে চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলালুদ্দীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। 

তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামি সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (স.) উদ্দেশ্য করে নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।  

২১ মার্চ সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি দল তাকে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার। 

সৌরভ চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামের প্রয়াত কিরিট কুমার রায় চৌধুরীর ছেলে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসকেএস/কেআর)