কাপাসিয়ায় মাস্ক না পড়ায় ১৬ জনের জরিমানা

কাপাসিয়া প্রতিনিধি গাজীপুর
| আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৮:৪১ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২১, ১৮:৩৮

গাজীপুরের কাপাসিয়ায় মাস্ক না পরার দায়ে ১৬ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ১৬ জনের থেকে মোট তিন হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ইসমত আরা।

এছাড়া, এসময় মাস্কবিহীন মানুষের সচেতন এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন যাত্রীবাহী বাস, অটোরিকশায় যাত্রীদের মাস্ক পরার বিষয়ে সচেতন করতে দেখা যায়। পাশাপাশি বিভিন্ন বাজারে পণ্যের তালিকা প্রদর্শনেও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

তবে মাস্ক পরিধানে সাধারণ মানুষের মধ্যে এখনো তেমন সচেতনতা দেখা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলেই অনেককে মাস্ক পরতে দেখা যায়।

জানা গেছে, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে সচেতনতার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। তারপরও যারা নিয়ম মানছেন না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :