ব্রিটেনের সংবাদপত্রসেবী সুরত মিয়ার মৃত্যুতে কমিউনিটিতে শোক

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২১, ২১:১৭

ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির প্রিয়মুখ বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সংবাদপত্রসেবী ও লন্ডন থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক সিলেটের ডাকের পরিচালকমন্ডলীর চেয়ারম্যান সুরত মিয়া মাশুক আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২২ মার্চ ব্রিটেনের স্থানীয় সময় ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশি কমিউনিটির এই নেতা সারের রেডহীল শহরে ব্যবসায়িক সূত্রে বসবাস করতেন। সোমবার সকালে রেডহীলস্থ নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

গত ২৯ মার্চ লন্ডন সময় বেলা ২টায় জানাজা শেষে তাকে সারের রেড স্টোন গোরস্তানে সমাহিত করা হয়। তার জানাজায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী, রাজনীতিক, সাংবাদিকসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।

১৯৫৯ সালের ২৫ আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম সুরত মিয়া মাসুকের। তিনি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বাবার নাম মাহমুদ মিয়া।

৯০ দশকের শেষ দিকে অন্যান্য ব্যবসার পাশাপাশি সুরত মিয়া মাশুক সংবাদপত্র প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত হন। আরও কজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে তিনি লন্ডন থেকে প্রকাশ করেন সাপ্তাহিক সিলেটের ডাক। পত্রিকাটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া বাংলাদেশে নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। একজন দানশীল ব্যক্তি হিসেবে নিজ এলাকাসহ বৃহত্তর সিলেট অঞ্চলে তার সুনাম রয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার একমাত্র ছোট ভাই শামসুজ্জামান ঝুনু বড়ভাইয়ের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সুরত মিয়া মাসুকের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, একাত্তরের ঘাতক-দালাল নিরমুল কমিটির নেতা আনসার আহমদ উল্লাহ, বাংলাদেশ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, রাজনীতিবিদ কয়েছ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদ, যুব নেতা জামাল খান, ব্যবসায়ী নেতা রফিক মিয়াসহ বিশিষ্টজনেরা।

এক শোক বার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :