পানি সেঁচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২১, ১৭:৩৫

বাগেরহাটের চিতলমারীতে ঘেরের পাড়ে পানি সেঁচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিপন মোল্লা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার সময় উপজেলার ৬ নম্বর চরবানিয়ারী ইউনিয়নের চর ডাকাতিয়া পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিপন মোল্লা চর ডাকাতিয়া পূর্বপাড়ার আলী আজগর মোল্লার বড় ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিপন গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করছিলেন। ঢাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসেন তিনি। সকালে ছোট ভাই মেহেদীকে সঙ্গে করে বাড়ি থেকে অর্ধ কিলোমিটর দূরে ধানের জমিতে পানি সেঁচের জন্য যান তিনি। বাড়ির মিটার থেকে এক তারের মাধ্যমে জমি পর্যন্ত লাইন নিয়ে মটর চালাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছোট ভাই অবস্থা বুঝে দৌড়ে বাড়ি এসে বিদ্যুৎ লাইন বন্ধ করে ভাইকে উদ্ধার করে। পরে এলাকাবাসী দ্রুত তাকে চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :