বাগেরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশ | ০১ এপ্রিল ২০২১, ১৪:৫৫

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের ধাক্কায় রুস্তুম আলী শিকদার (৫৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রী ফিরোজা বেগম ও অটোরিকশার চালক রানা আহত হন।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী শিকদার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এ দুর্ঘটনায় বাসটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (এসআই) এসএম তরিকুল ইসলাম জানান,  সকালে বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা এক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী রুস্তুম আলী ঘটনাস্থলেই মারা যান। নিহতের স্ত্রী ফিরোজা বেগম এবং চালক রানা আহত হন। আহত ফিরোজা বেগম এবং ইজিবাইক চালক রানাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/পিএল)