প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২১, ১৬:৪৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রিয়া মণি (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার আব্দুল্লাপুর গোয়ালপাড়া এলাকায় বসতঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

নিহতের পরিবার বলছে, শ্বশুরবাড়ির লোকজন তাকে নির‌্যাতন করে হত্যা করেছে।

নিহত রিয়া স্থানীয় সৌদিআরব প্রবাসী সবুজ বেপারীর স্ত্রী। সবুজ-রিয়া দম্পতির দুই বছরের এক ছেলে রয়েছে।

নিহতের নিকট আত্নীয় সজিব মোল্লা জানান, রিয়া মনিকে তার শাশুড়ি প্রায় নির্যাতন করতেন। আজ ওর শাশুড়ি হোসনে আর বেগম, দুই ননদ সাথী ও বিথী এবং ননদের জামাইরা মিলে রিয়া মনিকে খুন করেছে। ওই এলাকার চেয়ারম্যান আমাদের ফোন দিয়ে বলেছে রিয়া ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করছে। কিন্তু আমরা এসে দেখি ওকে খাটের উপর লাশ রাখা হয়েছে। পুলিশ এসেও দেখছে ওকে খাটে শুইয়ে রাখছে। ওরা রিয়া মনিকে খুন করে এখন বলছে আত্মহত্যা করছে।

জানা গেছে, তিন বছর আগে উপজেলার পাঁচগাও গ্রামের আতাউর পাইকের মেয়ে রিয়া মনির সঙ্গে একই উপজেলার আবদুল্লাপুর গ্রামের সবুজের বিয়ে হয়। বিয়ের পর হতেই সৌদি আরবে থাকতেন সবুজ। সবুজের মা হোসনে আরা প্রায় রিয়ার সঙ্গে ঝগড়া বিবাদ করতেন।

রিয়ার বাবা আতাউর বলেন, আমার মেয়েকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই।

অন্যদিকে আব্দুল্লাপুর ইউপি চেয়রাম্যান আ. রহিম জানান, শুনেছি শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে। তাই নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

শেরপুরে প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত কুড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক

ছাতকে বাস ও অটোর সংঘর্ষে শিল্পী পাগল হাসানসহ দুইজনের মৃত্যু

মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

এই বিভাগের সব খবর

শিরোনাম :