শাল্লায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে কেন্দ্রীয় আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২১, ১৯:৩১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে তারা ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন শেষে গ্রামের মানুষদের হাতে সহায়তা তুলে দেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিলেট বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

এসময় আহমেদ হোসেন বলেন, নোয়াগাঁও গ্রামে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে ওই সব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে।

আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রতিনিধি দলে ছিলেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, জেলা আওয়ামী লীগের সদস্য সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, অমল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রামের ক্ষতিগ্রস্ত প্রতি মন্দিরে ১০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, এন্টিসেফটিক সাবান, মাস্ক হাতে তুলে দেয়া হয়।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :