মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

প্রকাশ | ০২ এপ্রিল ২০২১, ১৪:৩৬

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আসাদ শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এসময় দুইপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গত রাতে  মোল্লহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শ্মাসন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আসাদ শেখ তালা প্রতীকের সদস্য প্রার্থী মামুন শেখের চাচা। তার বাড়ি মোল্লাহাট উপজেলার শ্মাশন গ্রামে। তিনি গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় থাকতেন। নির্বাচনী প্রচারোনায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  আসাদ শেখ মারা যান।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২এপ্রিল/পিএল)