মাদারীপুরে ‘তারুণ্যের প্রভাত’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২১, ১৭:০৮

করোনা মহামারীর দ্বিতীয় প্রকোপ সারাদেশব্যাপী ছড়িয়ে পড়ায় যে কোনো মুহূর্তে মাদারীপুর শহর লকডাউন হয়ে যেতে পারে। এই চিন্তা থেকেই আগেভাগে রক্তদাতা সংগ্রহের কাজ শুরু করেছে মাদারীপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠণ ‘তারুণ্যের প্রভাত’।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর পৌর শহরের জেলা সাংবাদিক কল্যাণ সমিতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কার্যালয়ের নিচে এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুলপদ্দি বাজার সংলগ্ন খেলার মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম করেন।

এই দুটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে তারুণ্যের প্রভাতের কর্মীরা প্রায় শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করেন।

এসময় সংগঠণের ব্লাড ডোনেশন গ্রুপের প্রধান সমন্বয়কারী অমিত ঘরামী, প্রতিষ্ঠাতা সদস্য রাজীব আল আদনান, মাসুম বিল্লাহ রক্তের গ্রুপ নির্ণয় করেন।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারায় তরুণদের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান উপস্থিত অনেকেই।

প্রসঙ্গত, ‘মানবতার টানে, সর্বত্র সবখানে’ এমন স্লোগানকে সামনে রেখে বেশ কয়েক বছর আগ থেকে স্বেচ্ছাবেসী সংগঠণ হিসেবে নানা কর্মসূচি করে আসছে ‘তারুণ্যের প্রভাত’।

(ঢাকাটাইমস/২এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :