হাতিয়ায় ১৬ জেলের জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২১, ১৬:৪৯

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০টি বেহুন্দি জাল জব্দ করে আগুনে ধ্বংস করা হয়েছে। পরে আটক জেলেদের মধ্যে ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

শনিবার দুপুরে মেঘনা নদীর তমরদ্দি ও কাটাখালী এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড। দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি ১০টি জালসহ ১৮ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন তাদের মধ্যে ১৬ জনকে চার হাজার টাকা করে জরিমানা ও অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কোস্টগার্ড হাতিয়ার লে. বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :