বইমেলায় ড. হারুন-অর-রশিদের ৫টি নতুন বই

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২১, ১৭:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অমর একুশে বইমেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের লেখা নতুন ৫টি বই প্রকাশ হয়েছে।

বইগুলো হচ্ছে- ১. বঙ্গবন্ধু কোষ: সচিত্র জীবন-বৃত্তান্ত (জার্নিম্যান বুকস: ক্রয়মূল্য ৪৫০টাকা) । ২. ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা (অন্যপ্রকাশ: ক্রয়মূল্য ৩০০টাকা), ৩. ৭ই মার্চ থেকে স্বাধীনতা (অন্যপ্রকাশ: ক্রয়মূল্য ৩০০টাকা), ৪. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে নির্বাচিত প্রবন্ধ (অন্যপ্রকাশ: ক্রয়মূল্য ৫৫০ টাকা), ৫. From ১৯৪৭ Partition to Bangladesh: Bangabandhu and State Formation রহ Perspective (ইউপিএল: ক্রয়মূল্য ৬০০ টাকা)। প্রথিতযশা এই রাষ্ট্রবিজ্ঞানীর গবেষণার প্রধান বিষয় হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ । এ বিষয়ে তাঁর লেখা আরও গ্রন্থ রয়েছে।

ঢাকাটাইমস/৩এপ্রিল/এমআর