ভোলায় ইলিশ শিকারের দায়ে ৪৩ জেলে আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২১, ১৯:৫৭

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা-তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় এদের কাছ থেকে ১৫টি মাছ ধরার ট্রলার, ১৫টি বেহুন্দি জাল, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়।

শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে মেঘনা-তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এদের আটক করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ১৯ জনকে এক বছর করে কারাদণ্ড, ১১ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও বাকি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। জব্দ ট্রলারগুলো রবিবার নিলামে বিক্রি করে দেয়া হবে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :