মশার উৎপাত থামাবে গাঁদা ফুল

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২১, ১১:২১

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস

গরমে বাড়ছে মশার উৎপাত। মশা তাড়ানোর স্প্রে বা অন্য রাসায়নিক কাজে লাগে ঠিকই, কিন্তু শরীরের উপর সেগুলোর কিছু খারাপ প্রভাবও আছে। যদি এমন হত, প্রাকৃতিক উপায়েই তাড়িয়ে ফেলা যেত মশা? সেটা সম্ভব।

আমাদের হাতের নাগালেই রয়েছে এমন একটি ফুল গাছ, যা বাড়ির আশপাশে লাগালে, তার গন্ধে পালাবে মশা। সেটি হচ্ছে গাঁদা ফুল। শুধুমাত্র ফুলের কারণে নয়, এই গাছ বাগানে রাখার অন্য একটা বড় কারণই হচ্ছে গাঁদার গন্ধে মশাসহ বহু পোকামাকড় পালায়।

আপনার বাগানে বা বারান্দায় এই গাছ থাকলে, সেই পথ দিয়ে মশা ঢুকতে চায় না। এছাড়া মশা তাড়াতে রোজমেরি গাছও খুব ভালো ফল দেয়। সাধারণত, মশলা হিসেবে ব্যবহার করার জন্য এই গাছের চাষ হয়। তবে এর পাতার গন্ধে মশাও পালায়। পালায় অন্যান্য পতঙ্গও।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/এএইচ