সুনামগঞ্জে থানায় হেফাজতকর্মীদের হামলা-ভাঙচুর, আটক ৬

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২১, ১৩:২৬

সুনামগঞ্জের ছাতক থানায় হামলা চালিয়েছে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের অনুসারীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক রিসোর্টে নারীসহ মামুনুল হকের আটকের ঘটনার পর গত শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে। পরে রাত ৩টায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

হামলায় আহত পুলিম সদস্যরা হলেন- রাকিব, সাইফুল, দিলশাদ, সুবল ও রবিউল। এর মধ্যে রাকিব পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক রিসোর্টে নারীসহ মামুনুল হক আটক হওয়ার খবরে বাসস্ট্যান্ড রোড থেকে হেফাজতকর্মীরা মিছিল বের করে শহরে ভাঙচুর চালায়। এসময় শহরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে মিছিলকারীরা। এরপর সুরমা নদীপাড় হয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা থানা ভবনেও ইটপাটকেল নিক্ষেপ করে।

ওসি বলেন, হামলায় থানা ভবনের সেবা চত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :