চার মাসের মধ্যে সর্বনিম্ন ডিএসইর প্রধান সূচক

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৫:০৯ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২১, ১৪:৫৮

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে বেড়েছে গত দিনের তুলোনায় লেনদেনের পরিমাণ। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে অবস্থান করছে। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৬৯ পয়েন্ট। রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৮১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮৮ পয়েন্টে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকা। যা গত আগের দিনের তুলোনায় ৭০ কোটি টাকা বেশি।

রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে সাতটির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩৮ লাখ ৯১০ টাকা। যা আগের দিনের তুলনায় ৫০ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টি কোম্পানির। দর কমেছে ১৮৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৮১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯০১ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭১১ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩২৬ পয়েন্ট কমে অবস্থান করছে আট হাজার ৮৭৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৪০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। সিএসআই ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৬ পয়েন্টে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :