ফরিদপুরে আর্সেনিক স্ক্রিনিং প্রশিক্ষণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২১, ১৬:২৭

ফরিদপুরে আর্সেনিক স্ক্রিনিং প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। রবিবার সকালে এই সভায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

ফরিদপুর জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তরে নির্বাহী প্রকৌশলী শফিকুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ আলী, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আহাদুজ্জামান, হাইলাইট ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হাইলাইট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সভা হয়। সভায় বক্তারা আর্সেনিকের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করেন এবং জনগণ যাতে সুপেয় বিশুদ্ধ পানি পায়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :