অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় লঞ্চডুবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৩১ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২১, ১৯:০৮
ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওনা হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফীন ঘটনাস্থলে গেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন লঞ্চ ডুবে যাওয়ার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।

তবে একটি সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রবিবার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেটি ডুবে যায়। দুর্ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা তা জানা যায়নি।

ঢাকাটাইমস/৪এপ্রিল/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :