ঘোড়ায় চড়ে প্রতিবাদ জানানো সেই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২১:৩৮ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২১, ২০:৩৩

ঘোড়ায় চড়ে মধ্যযুগীয় কায়দায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সৈকত হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব। শনিবার রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নরসিংদীর ভেলানগরে।

এর আগে গত ২৮ মার্চ ঢাকায় হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করে আলোচিত হন সৈকত। এরপর থেকে তিনি বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন।

রবিবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের সময় দেশের কয়েকটি জেলায় একটি চক্র বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। ২৮ মার্চ সৈকত হোসেন মধ্যযুগীয় কায়দায় ঘোড়ায় চড়ে মিছিলের সামনে থেকে উস্কানিমূলক স্লোগান দেয় এবং ভয়ভীতি প্রদর্শন ও উত্তেজনা ছড়ায়। এছাড়া দেশীয় অস্ত্র নিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়। এতে জনমনে আতংক ছড়ায়। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা হয়।

এদিকে শুক্রবার রাত আড়াইটায় রাঙামাটির বাঘাইছড়ি আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদ্রাসা থেকে সৈকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

যে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো নিবন্ধন নেই উল্লেখ করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম গণমাধ্যমে বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে আমার এক ভাই তাকে বেড়াতে পাঠিয়েছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাব। কেন বা কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :