নোয়াখালীতে নয় মাসে সর্বোচ্চ শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২১, ১১:১১

নোয়াখালীতে নতুন করে ১১১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। যা গত নয় মাসের তুলনা সর্বোচ্চ। নতুন আক্রান্তের হার শতকরা ১৭.১৬ ভাগ। যা গত রবিবারের তুলনায় ১০ ভাগ বেশি।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ২০৬ জনে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার দুটি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৩২, বেগমগঞ্জের ৩৯, কোম্পানীগঞ্জের ১৫, কবিরহাটের নয়, সোনাইমুড়ীর সাত, সেনবাগের তিন, হাতিয়ার তিন, চাটখিলের দুই ও সুবর্ণচরের একজন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তদের মধ্যে এ পর‌্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫২৫ ও আইসোলেশনে রয়েছেন ৫৮৯ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের।

এদিকে লকডাউনের প্রথম দিনে সকাল থেকে জেলা শহরসহ জেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে মানুষের তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সড়কে ছোট-খাট কয়েকটি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এছাড়াও স্থ্যবিধি মেনে চলতে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :